আজ রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে এবং ভেতরে একদল শিক্ষার্থী বিক্ষোভ করে, তাঁদের দাবি ছিল বৈষম্যমূলক এইচএসসি-সমমানের পরীক্ষার ফলাফলের সংশোধন। বেলা সাড়ে ১২টার পর ‘এইচএসসি ব্যাচ ২০২৪’ ব্যানারে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে বোর্ডের উদ্দেশে যাত্রা শুরু করেন। বেলা ১টার দিকে বোর্ডের ফটকের সামনে পৌঁছে তাঁরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভে উপস্থিত ছিল পাস করা ও অকৃতকার্য উভয় ধরনের শিক্ষার্থী।
বৈষম্যের অভিযোগ ও নতুন ফলাফল প্রকাশের দাবি
শিক্ষার্থীদের দাবি, গত ১৫ অক্টোবর যে ফলাফল প্রকাশিত হয়েছে, তা বৈষম্যমূলক। তাঁরা দাবি করেন, সব বিষয়ে ‘ম্যাপিং’ করে ফলাফল নতুন করে প্রকাশ করতে হবে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তাঁদের মাঝে এমন অনেকেই আছেন, যারা প্রত্যাশিত ফলাফল পাননি এবং এতে অনেকের শিক্ষাজীবনে মারাত্মক প্রভাব পড়তে পারে। ফলাফলে এই বৈষম্য দূর করে সমতা আনার আহ্বান জানান তাঁরা।
বোর্ডে প্রবেশ ও সংঘর্ষের ঘটনা
একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বোর্ডের ভেতরে ঢুকে পড়েন। তাঁরা জানান, বোর্ডের ভেতরে প্রবেশ করার পর তাঁদের ওপর হামলা করা হয় এবং এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীরা দাবি করেন, তাঁরা শান্তিপূর্ণভাবে তাঁদের দাবিগুলো জানাতে বোর্ডে গিয়েছিলেন, কিন্তু তাঁদের ওপর অপ্রত্যাশিতভাবে আক্রমণ করা হয়। হামলার জন্য তাঁরা দোষীদের শাস্তি দাবি করেন।
বোর্ডের বক্তব্য ও পুলিশের ভূমিকা
অন্যদিকে, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, কিছু শিক্ষার্থী হঠাৎ করেই বোর্ডের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। তাঁরা দাবি করেন, এমনকি বোর্ডের চেয়ারম্যানের কক্ষেও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বোর্ডের গুরুত্বপূর্ণ নথি ও অন্যান্য সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পুলিশ শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন এবং তাঁদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালানোর আহ্বান জানান। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ফলাফলে বৈষম্য রয়েছে—এটাই তাঁদের বিক্ষোভের মূল কারণ। বোর্ডের কর্মচারীরা নথিপত্র রক্ষার চেষ্টা করলে সেখানে কিছু ধাক্কাধাক্কির ঘটনা ঘটে, এতে কিছু শিক্ষার্থী আহত হন। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে এবং শিক্ষার্থীদের প্রতিনিধি দল নিয়ে আলোচনা করার জন্য পুলিশ প্রস্তুত আছে।
পরিস্থিতির আপডেট
বেলা ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা বোর্ডের ভেতরের চত্বরে অবস্থান করছিলেন এবং তাঁদের দাবি পূরণের জন্য বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।